ঢাকা: বাড়ি থেকে রাগ করে চলে যাওয়া স্ত্রী বাসায় ফিরে না আসায় অভিমানী স্বামী র্নিমল দাস (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
রোববার (৩১ মে) সকালে রাজধানীর সবুজবাগ দক্ষিণ গাঁও দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্মলের মেয়ে শিখা রানী দাস জানান, তার মা কল্পনা রানী দাস তার বাবার সঙ্গে ঝগড়া করে মাস খানেক আগে বাপের বাড়িতে চলে যান। বার বার তাকে ফিরে আসতে বললেও কল্পনা রানী দাস ফিরে আসেননি।
রোববার (৩১ মে) সকালেও নির্মল তার মেয়েকে স্ত্রী কল্পনা রানী দাসকে ফিরিয়ে আনার কথা বলে এক পর্যায়ে গোপনে বিষপান করেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যাকারী নির্মল দাসের বাড়ি কক্সবাজারের রামুতে। তার বাবার নাম কহিলা দাস।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নির্মলের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।