‘আমি সরকারি কর্মচারী, ভয় পেলে চলবে না’

Slider জাতীয়

নির্বাচনে ভোটগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের ভয়ের ঊর্ধ্বে গিয়ে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমি সরকারি কর্মচারী। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমাকে ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে। সাহসটুকু তো তার ভেতর রাখতে হবেই।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান ইসি রাশেদা বেগম।

স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনরায় ভোটগ্রহণ খুব শিগগিরই হবে বলেও জানান ইসি রাশেদা সুলতারা। তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই দিনক্ষণ ঠিক হবে। আর আগামী জানুয়ারির মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই উপনির্বাচনে নতুন রিটার্নিং কর্মকর্তা কে হবেন সে বিষয়েও আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি রাশেদা সুলতানা।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের সঙ্গে জড়িতদের আর দায়িত্ব দেওয়া হবে না বলে জানান রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘যারা দোষী হয়েছে তাদের আনার আর সুযোগ নেই। প্রিসাইডিং অফিসার নিয়োগে আইনে যা বলা আছে, ওই আইন অনুযায়ী যদি পাওয়া যায় ওই উপজেলায় না হয় অন্য আশপাশের উপজেলা থেকে আনতে হবে।’

গাইবান্ধায় সুষ্ঠু সুন্দর ভোট হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘গাইবান্ধার পরে যে কয়টা ভোট করেছি কোথাও কোনো ঝামেলা হয়নি। আশা করি এবারও হবে না। একটা ভালো নির্বাচনই করে ফেলতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *