বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাড়ি ঘেরাও করে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিষয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল। এর মধ্যে পুলিশ তার শাহজাহানপুরের বাড়িটি ঘিরে রাখে। এ সময় আতঙ্কিত নেতাকর্মীরা বেরিয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি বসানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে। আজ আমার বাসা ঘেরাও করে রাখা হয়েছে। এগুলো ১০ ডিসেম্বর গণসমাবেশ দমানোর জন্য করা হচ্ছে। এসব করে বিএনপির গণসমাবেশ দমানো যাবে না। সরকার ক্ষমতা হারানোর ভয়ে এসব করছে।