ঢাকা: আর্থ-সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের যৌথ আয়োজক সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতিসংঘের ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছি। বিশ্বসভায় আর্থ-সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আর্থ-সামাজিকভাবে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।