গাজীপুরে প্রিন্সিপালের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

gazipur photoছবি প্রতীকি

কাপাসিয়া করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া(গাজীপুর) : সন্ত্রাসী কর্তৃক গাজীপুরের কাপাসিয়া পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার  কাপাসিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কড়িহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান সিদ্দিক, কাপাসিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান, মো: নূরুল ইসলাম খোকা, মাও: আব্দুর রহমান , ইসহাক শাহীন, আব্দুল মোতালিব, কবির হোসেন প্রমূখ।

মোবারক হোসেনের বড় ভাই মো: নূরুল ইসলাম খোকা জানান,  পূর্ব শক্রতার জের ধরে গত ২৫ জুন মাছুম বিলালাহ, মিলন ও নয়নের নেতৃত্বে ৭/৮ জনের সশস্ত্র সস্ত্রাসী মাদ্রাসার কাজে যাওয়ার সময় স্থানীয় ইদ্রিস আলীর বাড়ির নিকট প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেনকে মারধোর করে এবং মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজনের সহাতায় পরিবারের লোকজন  তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে  ভর্তি করে চিকিৎসা  করায়। ওই ঘটনায় মোবারক হোসেনের বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি এজহার দাখিল করলেও অজ্ঞাত কারণে মামলাটি নথিভূক্ত হয়নি। এবিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। এই পরিস্থিতিতে হামলাকারীরা মামলা নাকরার জন্য মোবারক ও তার পরিবারের  প্রতি আবারও হামলার হুমকি দিচ্ছে। এছাড়াও প্রিন্সিপালের উপর হামলার ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক ও  ছাত্রীদের পক্ষ থেকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক স্মারক লিপি দেয়া হয়েছে।  পিন্সিপাল মোবারক হোসেন এখন আবারো সন্ত্রসী  হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেননা। উল্লেখিত বিষিয়ে তিনি সংশ্লিষ্ঠ উর্ধতন মহলের হস্থক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *