আগামী ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে নয়াপল্টনে প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি নয়াপল্টন দলীয় অফিসের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড় হয়ে আবার দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে দলটির নেতাকর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি, আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশের অনুমতির দাবি জানান। সেই সাথে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে স্লোগান দেন।
মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, শহীদুল ইসলাম বাবুল, অধ্যাপক আমিনুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা শাহীন, ডা: জাহিদুল কবির প্রমুখ।