জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

Slider জাতীয় রাজনীতি

79767_Khaleda-Zia

ঢাকা: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে তিনি জিয়ার মাজারে যান। এসময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ বিএনপি’র সব পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠন।

শ্রদ্ধা নিবেদনকে উপলক্ষ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের জিয়ার মাজারে আসতে দেখা গেছে।

শনিবার (৩০ মে) বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সৈনিকদের হাতে নিহত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *