ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে ঐকমত্যের ভিত্তিতে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বৈঠক দাবি করেছে বিএনপি। একই সঙ্গে বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। আজ নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।