সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Slider জাতীয়

সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিক ইউনিয়নের। বৃহস্পতিবার বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বাস স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে সব ধরনের পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি করছেন শ্রমিকরা। এসময় সুনামগঞ্জ থেকে দূর পাল্লারবাসসহ সিলেটে ছেড়ে যায়নি কোনো পরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে দেখা যায় বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড়। কোনো বাস না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা।

বিশ্বম্ভপুর উপজেলার এক যাত্রী রুমান আহমদ বলেন, সিলেটে একটি চাকরির জন্য আজকে পরীক্ষা ছিল। সকালে এখানে এসে দেখি কোনো গাড়িই চলছে না, এখন কিভাবে সিলেট যাব। এ ক্ষতির দায় কে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *