করোনায় আরও ৪৭৪ জনের মৃত্যু

Slider সারাবিশ্ব

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৩১১ জন।
রোববার (১৩ নভেম্বর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৯৫ জন।

এ ছাড়া রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫১৪ জন এবং মারা গেছেন ৬২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ৪৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৬০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১ লাখ ৫ হাজার ২৬৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ১৪ হাজার ৯৭১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *