ওপার বাংলার প্রথম সারির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আপাতত সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং নিয়ে ব্যস্ত কলকাতার এই নায়িকা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বেশকিছু ব্যাপারে খোলামেলা কথা বলেছেন তিনি।
শ্রাবন্তী বলেন, অনেকেই তাকে তার কাজের জন্য সমর্থন করেন। তিনি কখনোই কাউকে জাজ করেন না। আর কে তাকে জাজ করল, তাতেও তার কিছু যায়-আসে না। কারণ ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজনই আছে’ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও যোগ করে বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে, আমি বিনোদন জোগাচ্ছি। এসব করে অনেকেই আয় করছেন। কিন্তু আমার এসব গায়ে লাগে না।’ এ ছাড়া তাকে ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।’
শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ঢালিউডের ‘বিক্ষোভ’ সিনেমায়। সিনেমায় তার সঙ্গে ছিলেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকেই। ওপার বাংলাতেও বেশ কিছুদিন তার অভিনীত ‘ভয় পেও না’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।