আকরিক লোহার দাম বেড়েছে

Slider অর্থ ও বাণিজ্য


নতুন মাসের প্রথম দিনেই আকরিক লোহার দাম বেড়েছে। কারিগরি সহায়তায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। এর আগে টানা অক্টোবরে শক্ত ধাতুটির দরপতন ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) লৌহ আকরিকের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে এখনও চাহিদা নিম্নমুখী আছে।

দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার জানুয়ারির চুক্তি মূল্য বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। টনপ্রতি দাম স্থির হয়েছে ৬১৫ দশমিক ৫০ ইউয়ান (চীনা মুদ্রা) বা ৮৪ দশমিক ২১ ডলারে।

এর আগে কঠিন ধাতুটির মূল্য গত ২২ জুলাইয়ের পর সর্বনিম্নে নেমে যায়। প্রতি টন বিক্রি হয় ৫৯৯ দশমিক ৫০ ইউয়ানে।

গত জুনে টনপ্রতি আকরিক লোহার দাম রেকর্ড ৮৯০ ইউয়ানে ওঠে। এরপর থেকে ধাতব বস্তুটির ৩০ শতাংশ দরপতন ঘটেছে। চীন এখনও জিরো কোভিড-নীতি অনুসরণ করে চলেছে। এতে দেশটির অবকাঠামো নির্মাণ কর্মকাণ্ড হ্রাস পেয়েছে। ফলে এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।

সদ্য সমাপ্ত মাসে লৌহ আকরিকের দাম কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ। মাসিক ভিত্তিতে ২০২০ সালের ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন।

ম্যারেক্স বিশেষজ্ঞ জেনোন হো বলেন, ডিসিই চুক্তির জন্য সাইকোলোজিক্যাল সাপোর্ট হচ্ছে ৬০০ ইউয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *