সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

Slider সারাবিশ্ব

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনন্ত ৩০০ জন।

শনিবার (২৯ অক্টোবর) দেশটির রাজধানী মোগাদিশুতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা নুর ফারাহ’র বরাতে প্রতিবেদনে বলা হয়, দু’টি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *