বর্ষবরণে যৌন হয়রানি- জাবির ৫ ছাত্রলীগ নেতা-কর্মী আজীবন বহিষ্কার

Slider জাতীয়

76576_ju

 

 

 

 

পহেলা বৈশাখে এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ৫ ছাত্রলীগ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাত সাড়ে ৮টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (৪২ তম ব্যাচের) ছাত্র নিশাত ইমতিয়াজ বিজয়, সালাম বরকত হল শাখার প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিজ ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (৪২ তম ব্যাচের) ছাত্র রাকিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের (৪৩ তম ব্যাচের) ছাত্র আব্দুর রহমান ইফতি ও নুরুল কবির। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর বলেন, আমাদের আন্দোলন সার্থক হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি অভিযুক্তরা যেন আইনে ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে না যায়। এদিকে সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে একটি আনন্দ মিছিল বের করে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে। ১৮ই মে তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে স্থায়ী বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *