ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ নেতা

Slider গ্রাম বাংলা

76249_lokkhipur

 

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের পরে মুক্তিপনের টাকা নিতে এসে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের তিন নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের রামনগর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক সজীব হোসেন, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল ও উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত আবুল খায়ের বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সজিব হোসেন একই উপজেলার আঙ্গারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে,  মো. ফারুক হোসেন পৌরসভার শ্রীপুর গ্রামের গাজী মিয়ার ছেলে ও আরাফাত হোসেন সজল আঙ্গারপাড়া জাহাঙ্গীর হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকালে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের রামনগর এতিমখানার সামনে থেকে ওই গ্রামের আমিন উল্যার ছেলে ব্যবসায়ী আবুল খায়েরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দেওয়ান বাড়ির পরিত্যক্ত স্থানে আটক রাখেন ছাত্রলীগ নেতারা। আবুল খায়েরের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। আবুল খায়ের বৃহস্পতিবার দুপুরে মুক্তিপণের টাকা দেয়ার কথা স্বীকার করে তাদের কাছ থেকে ছাড়া পান। পরে পুলিশকে জানিয়ে দাবীকৃত টাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে রামনগর মসুিজদের সামনে আবুল খায়ের হাজির হন। এসময় ছাত্রলীগের নেতারা মুক্তিপণের টাকা নিতে আসলে হাতে নাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রামগঞ্জ থানার থারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুক্তিপণের টাকা লেনদেনের সময় ওই তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *