ডেঙ্গু : মৃতের সংখ্যায় আরো ৪ জন

Slider জাতীয়

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮৯৬ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৩৭ জন এবং ঢাকার বাইরের ৩৫৯ জন রয়েছেন।

বুলেটিনে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ১৭৪ জন।

এরমধ্যে ঢাকায় ২ হাজার ১৫৯ জন। আর ঢাকার বাইরে ১ হাজার ১৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৬০০ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন আক্রান্ত হন।

এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৪১৪ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৩৭৬ জন আর ঢাকার বাইরের ৭ হাজার ৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *