ফাইনালে চেন্নাইকে ১৭৯ রানের লক্ষ্য দিল সাকিবরা

Slider খেলা

214506_bangladesh_pratidin_i

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৭৮ রান করে হায়দরাবাদ।

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স ও চেন্নাই সুপার কিংস।

হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন ৩৬ বলে করেছেন ৪৭ রান, ২৫ বলে ৪৩ করেন ইউসুফ পাঠান, ধাওয়ান ২৫ বলে ২৬ করেছেন এবং ১৫ বলে ২৩ রান করেছেন সাকিব আল হাসান।

চেন্নাইয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি, ব্রাভো, জাদেজা, করণ শর্মা এবং শারদুল ঠাকুর।

হায়দরাবাদ একাদশে দু’টি পরিবর্তন আনা হয়েছে। ঋদ্ধিমান সাহার ইনজুরিতে দলে জায়গা পেয়েছেন শ্রীভৎস গোস্বামী। আর খলিল আহমেদের পরিবর্তে একাদশে এসেছেন সন্দ্বীপ শর্মা।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস একাদশেও এসেছে একটি পরিবর্তন। হরভজন সিংয়ের পরিবর্তে একাদশে ঢুকেছেন করণ শর্মা।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ
শ্রীভৎস গোস্বামী (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, দীপক হুদা, কার্লোস ব্র্যাথওয়েট, রশীদ খান, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা।

চেন্নাই সুপার কিংস একাদশ
শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *