মাইকেল জ্যাকসনের সেই ‘মুনওয়াক’ নাচের রহস্য ফাঁস!

Slider বিচিত্র

222318_bangladesh_pratidin_mooth_criminal

মাইকেল জ্যাকসনের মুনওয়াক নাচের কথা ভোলেনি কেউ। তার সেই অভাবনীয় নাচকে মানুষ যে যুগ যুগ ধরে মনে রাখবে, তাতে কোনো সন্দেহ নেই।

অনেকেই অবাক হতেন যে, কিভাবে তিনি সামনের দিকে এতটা ঝুঁকে আবার ফেরত আসতেন স্বাভাবিকভাবেই। সম্প্রতি গবেষকরা মাইকেল জ্যাকসনের সেই নাচের রহস্যভেদ করেছেন।
খুব দক্ষ ও প্রশিক্ষিত নর্তকরা নাচের সময় ২৫ থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত সামনে ঝুঁকতে পারে। কিন্তু ৪৫ ডিগ্রি একেবারেই অসম্ভব। কিন্তু মাইকেল জ্যাকসন তার ‘স্মুথ ক্রিমিনাল’ গানের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে বাঁকা হয়ে নেচেছিলেন। ১৯৯২ সালে অভূতপূর্ব এ নাচ দেখে দর্শকেরা বিস্মিত হয়েছিল। বিখ্যাত এ নাচের ধরনটি ‘মুনওয়াক’ নামে পরিচিত।

সম্প্রতি মাইকেল জ্যাকসনের ভক্ত নিশ্যান্ত ইয়াগনিকসহ তিনজন নিউরোসার্জন মাইকেল জ্যাকসনের সেই অদ্ভুত নাচের কৌশল নিয়ে গবেষণা করেন।

গবেষকরা বলছেন, এ নাচের জন্য মাইকেল ব্যবহার করেছেন হুকওয়ালা বিশেষ ধরনের জুতো।

এ জুতো মঞ্চের সঙ্গে শরীরকে ৪৫ ডিগ্রি কোণে আটকে রাখতে সাহায্য করে। বিশেষ কৌশলে সঠিক সময়ে সেই হুকটি মঞ্চ থেকে উঁচু করা হত। পরে আবার তা নিচু করে দেওয়া হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *