দেশে করোনায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৭

Slider জাতীয়


দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪০৮ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুইজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। এ সময়ে চার হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) করোনায় একজনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৩৮৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *