আজ কোয়ার্টার ফাইনালে ডাচদের মোকাবেলা করবে কোস্টারিকা

Slider খেলা গ্রাম বাংলা টপ নিউজ সারাবিশ্ব

Brazil flage

গ্রাম বাংলা ডেস্ক: রূপকথার নায়কের মতো অপ্রতিরোধ্য কোস্টারিকা তাদের হিসাব নিকাশ চুকাতে শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে লুইস ভ্যান গালের দল হল্যান্ডের। বাংলাদেশ সময় রাত ২টায় সালভাদরে অনুষ্ঠিতব্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজি টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।
মধ্য আমেরিকার ছোট্ট দেশ হলেও ফুটবলকে দারুনভাবে ধরে রেখেছে কোস্টারিকা। ফুটবল বিশ্বে দারুন রেকর্ডের অধিকারী দলটি এবার গ্র“প পর্বে ইতালী, ইংল্যান্ড ও উরুগুয়ের মত দলকে টপকে স্ব-মহিমায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তিন বিশ্ব চ্যাম্পিয়নদের গ্র“পে থেকেও শীর্ষস্থান নিয়ে নকআউট পর্বে উন্নীত হয় কেস্টারিকা। সেখানে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দলটি দীর্ঘ একঘন্টা লড়াই করেছে গ্রিসের সঙ্গে। শেষ পর্যন্ত টাইব্রেকারে গ্রিসকে টপকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পিন্টো জর্জ লুইসের দল।
রায়ান রুইজ ও জোয়েল ক্যাম্পবেলের মত মেধাবীদের দিয়ে সাজানো আক্রমনভাগের পাশাপাশি কোস্টারিকার রক্ষণভাগও বেশ সুসংহত। ল্যাটিন ধাচের সঙ্গে মিল রেখে লুইস পিন্টো তার দলের রক্ষণভাগকে এমনভাবে সাজিয়েছেন যে এ পর্যন্ত তারা ৫ গোলের বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল।
ইতোমধ্যে কোযার্টার ফাইনালে পৌছানোর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা সফল্য অর্জন করে ফেলেছে কোস্টারিকা। ১৯৯০ সালে তারা সর্বশেষ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। যা ছিল তাদের সেরা সাফল্য। যে কারণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর থেকে উৎসবে নেমেছে কোস্টারিকা সমর্থকরা। নিজ দেশে রাতভর চলেছে এই উৎসব। এখন এই উৎসবের ব্যপ্তি আরো বাড়ছে কিনা সেটি নির্ভও করছে শনিবার ডাচদের সঙ্গে লাড়াইয়ের ফলাফলের ওপর।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে দুমড়ে মুচড়ে দিয়ে বিশ্বকাপ মিশণ শুরু করেছে ২০১০ আসরের ফাইনালিস্ট হল্যান্ড। গ্র“প পর্বের প্রথম ম্যাচে তারা স্পেনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। পরের ম্যাচে পিছিয়ে পড়ার পরও এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে পরাজিত করে ডাচরা। চিলির প্রতিআক্রমন পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের ২-০ গোলে হারিয়ে গ্র“প সেরা হিসেবে শেষ ষোলতে নাম লেখায় ডাচরা। তবে এখানে এসে বেশ বেগ পেতে হয়েছে ডাচদের। মেক্সিকান প্রতিরোধের সামনে খেই হারিয়ে ফেলা হল্যান্ড শেষ পর্যন্ত জয়লাভ করেছে উপহার হিসেবে পাওয়া শেষ মুহুর্তের পেনাল্টির সহায়তায়। ডাচ তারকা এ্যারিয়েন রোবেন ইনজুরি সময়ে এসে যেন উজবেক রেফারী রাবসান ইরমাতভের কাছ থেকে বেশী সমবেদনা আদায় করে নিয়েছেন। ফলে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টির সহায়তায় ডাচরা ২-১ গোলে হারায় মেক্সিকোকে।
কোয়ার্টার ফাইনালে ডাচদের বড় মাথা ব্যাথার বিষয় হচ্ছে মিড ফিল্ডার নাইজেল ডি জং এর ইনজুরি। কুচকির ইনজুরির কারণে ম্যানইউ মুখি কোচ ভ্যান গালকে বিকল্প অস্ত্র নিয়ে ভাবতে হচ্ছে। অবশ্য বিষয়টি নিয়ে তাকে খুব বেশি একটা উদ্বিগ্নও মনে হচ্ছেনা। সেখানে তিনি ব্যবহার করতে পারেন ডির্ক কুয়েটকে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে প্রথমবারের মত ফিফা প্রবর্তিত কুলিং বিরতির সুযোগ ব্যবহার করে তিনি কুয়েটকে কাজে লাগিয়ে সফল হয়েছিলেন।
শনিবারের ম্যাচে কোস্টারিকার সমস্যাও রক্ষনভাগে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত হেডের সাহায্যে গোল করা সেন্টার ব্যাক অস্কার ডুয়ার্ট নিষেধাজ্ঞার খপ্পড়ে পড়েছেন। আর ইনজুরির ঝুকিতে রয়েছেন বাঁ প্রান্তের স্টপার রয় মিলার।তারপরও আশাবাদী ফুলহ্যাম ফরোয়ার্ড রায়ান রুইজ। তার মতে ডাচদের হারানোর ক্ষমতা রয়েছে কোস্টারিকার। এটি যদি সম্ভব হয়, তাহলে বিশ্বকাপেও এটিকে দেখা হবে মৃদু অঘটন হিসেবে। কারন প্রকৃতির আনুকুল্য পাবে ল্যাটিনরাই।
রুইজ বলেন, ‘শনিবারের ম্যাচটি আমাদের কাছে ফাইনালের সমতুল্য। তবে সেখানেই আমরা থেমে যেতে চাই না। হল্যান্ড অসাধারণ একটি দল। তবে সত্যি কথা বলতে আমাদের হাতে তাদের হারের সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি জয় পেতে চাই তাহলে অনেক বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *