বিশ্বে করোনায় আরও ৪৯২ মৃত্যু

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৯২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন।
সোমবার (৩ অক্টোবর) করোনার হিসেবে রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩ হাজার ৩০৭ জন শনাক্ত হয়েছে তাইওয়ানে। মৃত্যু বেশি হয়েছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ জনের মৃত্যু হয়।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। সুস্থ হয়েছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *