৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

Slider অর্থ ও বাণিজ্য

দুর্গাপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর। এ সময় সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (১ অক্টোবর) বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর সোমবার হতে আবারও আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি এবং ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *