ফের ২০ বছরের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ

Slider অর্থ ও বাণিজ্য


আন্তর্জাতিক মুদ্রাবাজারে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। গত ২০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আবারও সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই সঙ্গে ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সৈন্য সমাবেশের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ দুই কারণে ডলারের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিন ডলার সূচক বেড়ে দাঁড়িয়েছে ১১১ দশমিক ৭৯ পয়েন্টে। ২০০২ সালের মাঝামাঝি সময়ের পর যা সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো, ব্রিটেনের স্টার্লিং এবং জাপানের ইয়েনসহ প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে ডলারের তুলনা করে এ সূচক।

সবশেষ প্রতি ডলার বিক্রি হয়েছে ১৪৫ ইয়েনের ওপরে। গত ২৪ বছরের মধ্যে যা সর্বোচ্চ। প্রতি স্টার্লিং বিকিয়েছে ১ দশমিক ১২২১ ডলারে। গত ৩৭ বছরের মধ্যে তা সর্বনিম্ন। প্রতি ইউরো বিক্রি হয়েছে শূন্য দশমিক ৯৮০৭ ডলারে। গত ২০ বছরের মধ্যে সেটি সর্বনিম্ন।

বুধবার (২১ সেপ্টেম্বর) আরেক দফায় ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়িয়েছে ফেড। ২০২৪ সাল পর্যন্ত তা বৃদ্ধি অব্যাহত রাখবে ইউএস কেন্দ্রীয় ব্যাংক। ফলে অদূর ভবিষ্যতে ডলারের দাম কমার কোনো সম্ভাবনা নেই।

এর আগে গত আগস্টের শেষদিকে ডলারের দাম গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ হয়। সেসময় সূচক ছিল ১০৯ দশমিক ৪৮ পয়েন্ট। বর্তমানে তা ১১১ ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *