গাসিক মেয়রকে আরো একটি মামলায় শোন এরেষ্ট দ্বিতীয় মামলার অভিযোগপত্র দাখিল

Slider ফুলজান বিবির বাংলা

mannan mayor gcc
 

 

 

 

 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্ধি অধ্যাপক এম মান্নানকে আরো একটি মামলায় গ্রেফতার(শোন
এরেষ্ট) দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে তদন্তাধীন একটি মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

এই নিয়ে মেয়রের বিরুদ্ধে মোট ৬টি মামলা হল। এর মধ্যে দুটি মামলার অভিযোগপত্র জমা হয়। একটি মামলার অভিযোপত্র গ্রহন করে আদালত।

শনিবার সন্ধ্যায় গাজীপুর কোর্ট পুলিশের নিকট শোন এরেস্টের আবেদন পত্র জমা করে জয়দেবপুর থানা পুলিশ। ওইই সময় জয়দেবপুর থানায় তদন্তাধীন বিস্ফোরক
আইনের একটি মামলায় মেয়র সহ ৬জনের  বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়।

সূত্র জানায়, গাজীপুর শহরের রাজবাড়ি রোডের জোরপুকুর পাড় এলাকায় ককটেল বিস্ফোরণের একটি মামলায় মেয়র মান্নানকে অভিযুক্ত করে ৬জনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয়া হয়। মামলা নং ০৯(০৯)২০১৪।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারী মাসে ঢাকা-ময়মনসিংহ রোডের ভোগড়া এলাকায় জামায়াত-শিবির বিস্ফোরক দ্রব্য ব্যবহার নাশকতা চালায়। ওই
মামলায় (জয়দেবপু থানা মামলা নং ৪৪(০১)১৫ মেয়র মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মেয়র অধ্যাপক এম এ মান্নানের প্যানেল আইনজীবী এড.মঞ্জুর মোর্শেদ প্রিন্স সংবাদটি নিশ্চিত করেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারী মেয়র মান্নানকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তার বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা রয়েছে। তৃতীয় দফায় এক
দিন করে তিন দিন রিমান্ডে নেয়ার পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *