দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়াতে আইন মন্ত্রণালয়ের সম্মতি। আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে আইনমন্ত্রণালয় সূত্র এটি নিশ্চিত করেন।
এর আগে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়বে বলে জানান
আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তার পরিবার আবেদন করলেই এ ব্যবস্থা নেবে সরকার।
এরপরের দিনই তার পরিবার আবেদন করেন।
আগামী ২৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। দেশে করোনা সংক্রমণ বাড়লে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে কারামুক্ত হন তিনি। পরিবারের আবেদনে মুক্তির মেয়াদ বাড়ে ৫ বার।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া।