বন্দর খুলে দেয়ার আহ্বান মুনের

Slider জাতীয়

1403370013

সাগরে ভাসতে থাকা বাংলাদেশী ও রোহিঙ্গাদের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি বন্দর খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতি তিনি এ আহ্বান জানান। দেশগুলো তাদের সমুদ্র উপকূলে শরণার্থীবাহী নৌকাগুলো ভিড়তে না দেয়ার ঘোষণা দেয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বান কি মুনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে, বিপদে পড়া মানুষদের সাহায্য করার স্বার্থে এ অঞ্চলের দেশগুলোকে তাদের সীমান্ত ও বন্দর খোলা রাখার আহ্বান জানান তিনি। এদিকে, সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনার জাইদ রাদ আল হোসেইন সাগরে ভাসতে থাকা ৬ সহস্রাধিক বাংলাদেশী ও রোহিঙ্গার জীবন রক্ষার স্বার্থে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সরকারগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন দেশ তিনটি অভিবাসী বহনকারী নৌকাগুলো সাগরে ঠেলে দেয়ার নীতি গ্রহণ করেছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যেসব অভিবাসীদের তীরে নামতে দিয়েছেন এবং তাদের জন্য প্রাথমিক আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে, জাইদ সেজন্য দেশ দুটির প্রশংসা করেন। এর পাশাপাশি দেশগুলো অভিবাসীদের সাগরে ঠেলে দেয়ায় তাদের জীবন বিপন্ন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। জাইদ আরও বলেন, এদের জীবন ঝুঁকির মুখে ঠেলে না দিয়ে আমাদের উচিত তাদের জীবন রক্ষার দিকে বেশি মনোযোগ দেয়া। তারা যেখান থেকে যেভাবেই দেশগুলোর সীমান্তে এসে পৌঁছাক না কেন, তাদের অধিকারকে অবশ্যই রক্ষা করতে হবে। এদেরকে অপরাধী বলে গণ্য করা এবং কারাবন্দি করা সমস্যার কোন সমাধান নয় বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *