কুষ্টিয়া জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জাতীয়

iu-news_thereport24_182145_70444ঢাকা: সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ৫টি পরিবহন সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।এদিকে ঘটনার পর কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এরপর কুষ্টিয়া থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রোববার দুপুরে বাস দুঘটনায় নিহত হয়। এ ঘটনার জের ধরে কুষ্টিয়ায় ৩০টি বাস ট্রাক আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এতে যানবাহনগুলো আগুনে পুড়ে যায়। এ ঘটনার পর কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে। কুষ্টিয়া বাস মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক মালিক সমিতি, ট্রাক-ট্যাংকলরি শ্রমিকসহ ৫টি সংগঠন রবিবার দুপুরে এ ধর্মঘট আহবান করে।
কুষ্টিয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, ক্ষতিপূরণ ও দোষীদের বিচার দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *