পুলিশের পরবর্তী মহাপরিদর্শক হতে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ খবর জানা গেছে। তিনি আইজিপি হলে র্যাবের ডিজি হতে পারেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। দুজনের নামের প্রস্তাবই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়। আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র্যাবের ডিজি হওয়ার আগে সিআইডির প্রধান ছিলেন। বিসিএস (পুলিশ) ৮ম ব্যাচের কর্মকর্তা তিনি। আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। র্যাবের সাবেক ডিজি হিসেবে বেনজীর আহমেদও নিষেধাজ্ঞার মধ্যে পড়েন। বর্তমান ডিজি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপরও এ নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আইজিপি বেনজীর আহমেদ।