দক্ষিণ চীন সাগরে মার্কিন সম্ভাব্য পদক্ষেপে উদ্বিগ্ন চীন

সারাবিশ্ব

us_bg_172683722
ঢাকা: দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও জাহাজ পাঠানোর বিষয়টিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে চীন।

বুধবার (১৩ মে) চীনা পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে সরকারের এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, দক্ষিণ চীন সাগরে সেনা সরঞ্জাম পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্পষ্টভাবে কারণ দর্শানো উচিত।

এর আগে মঙ্গলবার (১২ মে) এক মার্কিন কর্মকর্তা পেন্টাগনে ‘বিচরণের স্বাধীনতা (ফ্রিডম অব নেভিগেশন)’ অক্ষুন্ন রাখতে দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের আশেপাশে যুদ্ধবিমান ও জাহাজ পাঠানোর প্রস্তাব করেন।

চীন সবসময়ই ‘বিচরণের স্বাধীনতা’র পক্ষে উল্লেখ করে হুয়া বলেন, কিন্তু এই স্বাধীনতার মানে এই নয় যে, এক দেশের সেনাবাহিনী অন্য দেশের জল ও আকাশসীমায় বিনা কারণে ঢুকে পড়বে।

মার্কিন কর্তপক্ষের প্রতি কোনো রকম ঝুঁকি বা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গ করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *