কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

Slider রাজনীতি


জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম জানান, সকালে বিএনপি পূর্বঘোষিত জনসভা ছিল নাঙ্গলকোটে। বিএনপির নেতাকর্মীরা নাঙ্গলকোট সদরের লোটাস চত্বরে অবস্থান নেন।

এ দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও নাঙ্গলকোটের রেলস্টেশন এলাকায় অবস্থান নেন। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে এ ঘটনার পর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *