যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি’র ঢাকা ত্যাগ

Slider জাতীয়


জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের আরও তিনজন কর্মকর্তা।

রোববার (২৮ আগস্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও এর আগের দিন শনিবার (২৭ আগস্ট) রাতে আইজিপি ঢাকা ত্যাগ করেছেন বলে স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) তাদেরকে ভিসা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিসহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও এই প্রতিনিধি দলে আরো রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ এবং সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *