মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক রাজা সিং ফের আটক

Slider সারাবিশ্ব


ওয়ালিউল্লাহ সিরাজ: মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়িত তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে বৃহস্পতিবার আবারো পুলিশ আটক করেছে। তবে তাকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার মামলায় নয়, অন্য মামলায় তাকে আটক করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গ্রেপ্তার করার ঘণ্টা পরে স্থানীয় একটি আদালতে তাকে পেশ করা হলে তিনি জামিনে মুক্তি পান। আদালত থেকে তার জামিনে মুক্তি পাওয়ায় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেদিন দিবাগত গভীররাত পর্যন্ত হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে মুসলিমরা। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা করেছিলো কিন্তু প্রতিবাদী জনতার বিক্ষোভ অব্যাহত থাকে। ফলে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করতে বাধ্য হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় অভিযুক্ত তেলেঙ্গানা রাজ্য বিজেপির বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের অবমাননাকর মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ও তোপের মুখে পড়েছিল দেশটি। মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় নুপুর শর্মাকে বিজেপি সেসময় বরখাস্ত করে। সারা ভারতে তার বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। সূত্র: এনডিটিভি, বিবিসি, সম্পাদনা: মাজহারুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *