গাজীপুরের প্রবাসী শাহজাহান মোল্লার অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া ১৮ লাখ টাকা ফেরত দিয়েছে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকালে গ্রাহকের কাছে স্টেটমেন্টও পাঠানো হয়েছে। যেখানে দু-দফায় ১৮ লাখ টাকা ফেরতের তথ্য মিলেছে। জয়দেবপুর শাখার ম্যানেজার স্কাইল্যাব চৌধুরী স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, কষ্টার্জিত অর্থ ফেরত পেয়ে খুশি রেমিট্যান্সযোদ্ধা ও তার পরিবার। তবে, টাকা উধাওয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তাদের।
উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখার গ্রাহকের অগোচরে তার অ্যাকাউন্ট থেকে দুই দফায় ১৮ লাখ টাকা উধাও হওয়ার ঘটনা ঘটে। গত ২১ আগস্ট ভুক্তভোগী গ্রাহক কাতারপ্রবাসী শাহজাহান মোল্লা জয়দেবপুর শাখায় ফোন করে বিষয়টি জানতে পারেন।
এরপরই কাতার থেকে তার অ্যাকাউন্টের টাকা উধাও হওয়ার বিষয়ে এক ভিডিওবার্তায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করেন। কষ্টার্জিত টাকা ফিরে পাওয়ার আকুতি জানান দেশের প্রধানমন্ত্রীর কাছেও। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার একদিন পরই টাকা ফেরত পেলেন ওই গ্রাহক।