পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ৮৩০

Slider সারাবিশ্ব

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত দুই মাসে পাকিস্তানে অন্তত ৮৩০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশটির বেলুচিস্তানে প্রবল বর্ষণে প্রথমে বন্যা দেখা দেয়। এরপর টানা বৃষ্টিতে সিন্ধু প্রদেশের ৩০ জেলা বন্যার পানিতে ডুবে যায়। শুধু সিন্ধু প্রদেশেই ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দক্ষিণ পাঞ্জাবে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। কয়েক লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে আরও বৃষ্টি হতে পারে। সূত্র: জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *