নারীকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের নায়েক বরখাস্ত

Slider বাংলার আদালত

74817_tsudents

গতকাল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচিতে নারী কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের নায়েক আনিছকে বরখাস্ত করা হয়েছে। বিকালে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষ বরণের অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করার প্রতিবাদে গতকাল ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়ন। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে পুলিশ কয়েক দফা বাধা দেয়ার পর এক পর্যায়ে লাঠিচার্জ করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এক নারী কর্মীকে লাঞ্ছিত করেন নায়েক আনিছ। পুলিশের লাঠিচার্জে ৩৪জন আহত হওয়ার কথা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনটি। আগামীকাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *