শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল: শাজাহান খান

Slider রাজনীতি


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে তিনি বারবারই বেঁচে গেছেন।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলা ছাত্রলীগের একাংশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ২১ বছর আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, মানুষের হৃদয়ে। এ শেকড় অত্যন্ত শক্তিশালী, এটাকে টেনে উপড়ে ফেলা যায় না। যারা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি কারো নাই।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে শাজাহান খান বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দিনে দিনে এ সংগঠনকে শক্তিশালী করেছেন। পরে শেখ হাসিনা বার বার ক্ষমতার মধ্যে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করেছে। যারা বয়স্ক তাদেরকে সম্মান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে জানতে হবে। এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত করা হচ্ছে। শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা ও চক্রান্ত চলমান রয়েছে। এ শোকের মাস অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে। তাই ছাত্র রাজনীতিতেই ইতিহাস জানতে হবে।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকাদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খানসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *