শ্রীপুরে রিদিশা নীট কম্পোজিটের এক শ্রমিক নিহত দুইজন আহত

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল,শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণ কাজ চলাকালে উপর থেকে সাটারিংজগ পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ২জন আহত হয়েছে।

উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত রিদিশা নীট কম্পোজিট কারখাানার নব নির্মিত ভবনের নির্মাণ কাজ চলাকালে শনিবার (২০আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

কারখানার এ্যাডমিন ম্যানেজার জসিম উদ্দিন জানান, নতুন ভবনের নির্মাণ কাজ চলাকালে নির্মাণ কাজে ব্যবহৃত সাটারিংজগ টিনের ছাপড়ার উপড় পড়ে যায়। এসময় ছাপড়ার নীচে থাকা তিন নির্মাণ শ্রমিক আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহাদ আলী (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহত আহাদ আলী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাড়িয়াঘাট গ্রামের বাসিন্দা আশরাফুল আলম এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গারার নান্দা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্মাণ শ্রমিক ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সময় একজন মারা গেছে অপর ২জন আহত হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *