যুক্তরাষ্ট্রে উড়তে থাকা দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Slider সারাবিশ্ব


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশ থেকে অবতরণের সময় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইউএস টুডে তাদের এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু’টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। এদের মধ্যে দু’জন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

তবে দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *