গাজীপুরে নিয়ত্রণ হারিয়ে একটি পিকআপ মহাসড়ক থেকে একটি হোটেলের পার্কিং এরিয়ায় ঢুকে পড়লে এক নিরাপত্তা কর্মী নিহত ও চারটি কার ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নিরাপত্তা কর্মীর নাম হানিফ খান (৪২)।
অন্যদিকে, একইদিন জেলার কালীগঞ্জে অপর এক কাভার্ডভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত রুহুল আমিন (৪২) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী গ্রামের শামসুদ্দিনের ছেলে।