ময়মনসিংহের ভালুকার শাহিন এখন সফটওয়্যার ডেভেলপার

Slider তথ্যপ্রযুক্তি


ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নের (রাজৈ হাড়ারটেক গ্রামে বাস করেন তিনি তার নাম: মোঃ শাহিন আহাম্মেদ। তিনি জামিরাপাড়া এস.এম. উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে লেখা পড়া করেছেন। তিনি ছোট বেলা থেকেই ইন্টারনেট এ আসক্ত, তার ইচ্ছা ছিলো সে বড় হয়ে একজন হ্যাকার হবে, তার পর তিনি ইন্টারনেট ঘেটে দেখলেন প্রোগ্রামিং দিয়ে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। তারপর তিনি ইন্টারনেট থেকে সাধ্যমত জ্ঞান অর্জন করলেন। তার পর বেছে নিলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ। তিনি একজন ক্ষুদে সফটওয়্যার ডেভেলপার।

তিনি মজা করে একটি সফটওয়্যার বানিয়েছেন। সফটওয়্যার টির নাম হলো: Bangladesh To English Convarstation. আ্যপ যেটা দিয়ে স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। তিনি প্রতি নিয়ত কাজ করছেন। তিনি আরো বেশ কিছু সফটওয়্যার এর কাজ করছেন যেমন: ১.Quick Tube. ইউটিউব এর চেই ৩ গুন ফাষ্ট কাজ করবে প্রতিদিনের টপ লিষ্টে থাকা নিউজ, গান, খোঁজে দেবে। ২.bongo Cash. এটা দিয়ে টাকা আদান প্রধান করতে পারবে সেইম নগদের মতো। ৩. Home Tutor এটা দিয়ে শিক্ষাথীরা টিউশন করতে পারবে। এসব সফটওয়্যার কাজ শুরু করা হবে অতি শিগ্রই Shahin Soft.LTD কম্পানি থেকে পাবলিশ হবে সব সফটওয়্যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *