হরতালের ঘোষণা বাম জোটের

Slider রাজনীতি

বাম গণতান্ত্রিক জোট সারা দেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই হরতাল ডেকেছে তারা।

বিষয়টি নিয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তার বলেছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারা দেশে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন বাম নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরফা মিশু প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে আট দফা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ-পদযাত্রা শুরু করে বাম গণতান্ত্রিক জোট। এদিন সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাম জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *