পাবনা: পাবনার সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের পাবনা-পাকশী মহাসড়কের নাজিরপুর হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলী খানের ছেলে ইকবাল খান (৫২) পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)
বিষয়টি নিশ্চিত করে হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, ট্রাকটি দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুইজন মোটরসাইকেল আরোহী যাচ্ছিল। এসময় ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলেই আছেন। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান এসআই নুরুজ্জামান।