পিরোজপুরে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

বাংলার আদালত সারাদেশ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন। এ ছাড়া ১২ যাত্রী আহত হয়েছেন।

মঠবাড়িয়া থেকে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ছেড়ে আসা বাসটি হেতালিয়া ফকির বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদের (৩০) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামে।

বাসের যাত্রীরা জানান, চরখালী ফেরি ধরার জন্য বাসের চালক দ্রুত বাসটি চালানোয় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সরোয়ার শেখ  জানান, ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৭-৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *