ঝালকাঠিতে বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি, ২০ গ্রাম প্লাবিত

Slider জাতীয়


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির বিষখালী, ধানসিঁড়ি, গাবখান, সুগন্ধাসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। এ সময় সুগন্ধা-বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে এরই মধ্যে নিম্নাঞ্চলের প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় ৪৮ হাজার হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। জোয়ারে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, আজ বুধবার সকাল থেকে জেলার সব কয়টি নদীর পানি বেড়েছে। এ সময় ঝালকাঠি সদরের মির্জাপুর, সাচিলাপুর, চরভাটারাকান্দা, ভাউতিতা, রাজাপুর উপজেলার বড়ইয়া, নিজামিয়া, নলছিটির বারইকরণ, সরই, পালট, বাদুরতলা, নাচনমহল, পাটিকালঘাটা, ভবানিপুর, কাঠালিয়ার আমুয়াসহ জেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *