সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন

Slider জাতীয় রাজশাহী

74415_hs
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা হল। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়েও এদেশের সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার এই ভালবাসা আরো পাকা পোক্ত হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে শুধু এই অঞ্চলের সাধারন শিক্ষার্থীরাই উপকৃত হবে না, বাংলার মানুষের হৃদয়ে রবীন্দ্র নাথ চিরজীবিত হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে শুধু শিক্ষার্থীরাই নয়, অর্থনৈতিক, সামাজিক এবং সাহিত্য চর্চায় দেশবাসী উপকৃত হবে। শুধু শাহজাদপুরে নয়, আগামীতে কুষ্টিয়ার শিয়ালদহেও অনুরুপ আরো একটি বিশ্ব বিদ্যালয় স্থাপন করা হবে। শাহজাদপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর ররহমান স্বপন। স্মারক বক্তৃতা করেন ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক সচিব বেগম আকতারী মমতাজ। ধন্যবাদ বক্তব্য রাখেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন এবং কবি রামেন্দ্র মজুমদার কবিতা আবৃতি করেন।
বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রধানমন্ত্রী ২২৫ মেগাওয়াট সার্কেল ইউনিট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর এবং ১৫০ গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জের মুলীবাড়িতে নির্মিত মেরিন একাডেমী, সিরাজগঞ্জ পার্সপোর্ট অফিস, সিরাজগঞ্জ জেলা রেজিষ্টার অফিস এবং সিরাজগঞ্জ শেখ রাসেল পৌর পার্কের উদ্বোধন করেন। সেখান থেকে সড়ক পথে শাহজাদপুর পাইলট স্কুল মাঠে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে শাহজাদপুর ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *