কাওরাইদ বাজারে লেভেল ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

Slider গ্রাম বাংলা

শ্রীপুর প্রতিনিধি: ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘স্কুলে পড়তে যাই-ট্রেনের ধাক্কায় লাশ হতে নয়’, ‘ট্রেন প্রতি যাত্রী সংখ্যা ৬০০ তবে আসন ১০ টি কেন’ ? ‘লোকাল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে’, ‘যমুনা ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে’, রেলক্রসিংয়ে লেভেল ক্রসিং স্থাপন করতে হবে’, ‘আমাদের তিন দফা বাস্তবায়ন করতে-ই হবে’ লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে দাবিগুলো বাস্তবায়নের জন্য মানববন্ধন করতে দেখা যায় গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশনে।

বৃহস্পতিবার (৪ আগস্ট ২০২২) বিকেল ৫ টায় শুরু হয়ে হয়ে ছয়টায় মানববন্ধনটি শেষ হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় সভাপতিত্ব করেন, জালাল উদ্দীন মন্ডল (টুকু)। জাকারিয়া হাসান রিয়াদের সঞ্চালনায় সৌদি থেকে অডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন, লেভেল ক্রসিং বাস্তবায়ক কমিটির আহবায়ক রাহাদ আকন্দ, কাওরাইদ ফকিরপাড়া যুব সংঘ ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির মোড়ল, যুবলীগকর্মী সোহরাওয়ার্দী, সাবেক ছাত্রনেতা ইউনুস খান, আল-নুর একাডেমি এন্ড হা-ইস্কুলের শিক্ষক মো. মনিরুজ্জামান নাঈম, কাওসার, সিয়াম ও আলম প্রমূখ।

মানববন্ধনে বেশিরভাগ বক্তারা বলেন, কাওরাইদ রেল ক্রসিংয়ে লেভেল ক্রসিং নির্মাণ করতে হবে। যমুনা ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে এবং লোকাল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *