গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

Slider শিক্ষা


শাবিপ্রবি (সিলেট): দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৮৬.৫০, সর্বনিম্ন মাইনাস ২০ নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা। এবার ৩০ নম্বরের ওপরে যারা পেয়েছেন তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে ৩০ এর ওপরে পেয়েছেন ৮৫,৫৮২জন। অনুত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ৭১১জন।

তিনি আরো বলেন, প্রায় এক শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি। কারণ অনেকে তিনটি থেকে দুটি পূরণের কথা থাকলেও তিনটিই পূরণ করেছেন। অনেকের সেটকোডগত সমস্যাও ছিল।

এরআগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *