বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বেড়েছে ১০৬ ভাগ’

Slider বিনোদন ও মিডিয়া

73733_img

বাংলাদেশে ২০১৪ সালে সাংবাদিক নির্যাতনের ঘটনা ১০৬ভাগ বেড়েছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্টিকেল-১৯। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর ২১৩জন সাংবাদিক ও ৮জন ব্লগার নানাভাবে হামলার শিকার হয়েছেন। এরমধ্যে ৪জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ৬২জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ৪০জন। ৮জন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টসহ ১৭জন গ্রেপ্তার হয়েছেন। সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতাসহ ১৭জন মিডিয়া ব্যক্তিত্ব আদালত অবমাননার অভিযোগের শিকার হয়েছেন। সেখানে আরও বলা হয় নারী সাংবাদিকরা এখনও লিঙ্গগত বৈষম্য ও হয়রানির শিকার। সংবাদ সম্মেলনে আর্টিকেল-১৯ এর দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *