ডিএনসিসির সাড়ে ৫ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

Slider জাতীয়


২০২২-২৩ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২-এ নগরভবনে ১৫তম করপোরেশন বাজেট সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পুরো বিশ্ব বর্তমানে তিন সি-র (কোভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট চেইঞ্জ) জন্য টালমাটাল অবস্থায় আছে। তারপরও বৈশ্বিক মহামারি করোনা, সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের গৃহীত বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিতব্যয়ী হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এ, বি, সি ক্যাটেগরি অনুযায়ী প্রকল্প নিতে হবে।’

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *