সিঙ্গাপুরে কী শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের গ্রেফতার হওয়ার কোন আশঙ্কা আছে?

Slider সারাবিশ্ব


গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগে সিঙ্গাপুর সরকারের কাছে সদ্য ক্ষমতা হারানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে গ্রেফতারের দাবি জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

এ বিষয়ে দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রোজেক্ট (আইপিজেপি) নামের মানবাধিকার সংস্থাটি ৬৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্রও সিঙ্গাপুর সরকারের প্রধান আইনজীবীর কাছে হস্তান্তর করেছে।

সেখানে বলা হয়েছে, তামিল বিদ্রোহীদের সাথে চলা ২৫ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের সময় রাজাপাকসকে জেনেভা কনভেশন (মানবাধিকার কনভেনশন) লঙ্ঘন করেছেন। তামিলরাও এসময় মানবাধিকার লঙ্ঘন করেছে।
সাউথ আফ্রিকা ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দাবি, বৈশ্বিক বিচারের আওতায় সিঙ্গাপুরের উচিত গোতাবায়াকে গ্রেফতার করা। ১৩ জুলাই গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালান এই লঙ্কান সাবেক প্রেসিডেন্ট বর্তমানে তিনি সিঙ্গাপুরে আছেন।

তবে এ বিষয়ে এখনও সিঙ্গাপুরে অ্যাটর্নি জেনারেও কিংবা গোতাবায়া কোনও পক্ষের বক্তব্যই পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *